Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

একনজরে ইউনিয়ন

এক নজরে ছাওড় ইউপি

ছাওড় ইউনিয়ন নওগাঁজেলার পশ্চিমে অবস্থিত। বাংলাদেশের মানচিত্রের ক্ষেত্রেও পশ্চিমে অবস্থিত। উত্তরে তেঁতুলিয়া ইউপি, দক্ষিণে পার্বতীপুর, পশ্চিমে নীতপুর এবং পূর্বে হাজীনগর ইউপি।

 

ক) আয়তন- ১৬ বর্গ কিঃমিঃ

খ) লোকসংখ্যা- মোট - ২৬৬০০ জন, পুরুষ - ১৩৫০০ এবং মহিলা - ১৩১০০ (২০১১ সালের আদম শুমারি অনুযায়ী)

গ) গ্রামের সংখ্যা- ৩৩টি

ঘ) মৌজার সংখ্যা- ২২টি

ঙ) হাট-বাজার এর সংখ্যা- ২টি

চ) উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম- পাকা রাস্তা। কুশারপাড়া হতে সারাইগাছী হয়ে পশ্চিমে উপজেলা পরিষদ নীতপুর এবং পূর্বে জেলা পরিষদ নওগাঁ।

ছ) শিক্ষার হার -

জ) বর্তমান চেয়ারম্যান- মো: মনজুরুল ইসলাম

ঝ) ঐতিহাসিক/পর্যটন স্থান- নাই

ঞ) ইউপি ভবন স্থাপন কাল- অর্থ বছর ২০০১-২০০২

ট) নব গঠিত পরিষদের বিবরণ-

          ১) শপথ গ্রহণের তারিখ-      ১১/০৮/২০১১

          ২) প্রথম সভার তারিখ-        ১১/০৮/২০১১

          ৩) মেয়াদ উর্ত্তীনের তারিখ-   ১০/০৮/২০১৬

ঠ) গ্রাম সমূহের নাম-

১। পারিলা, ২। বেলঘরিয়া, ৩। কোচন্না, ৪। আলাইপুর, ৫। মহাডাঙ্গা, ৬। দঃসৈয়দপুর, ৭। কুসুমকুন্ডা, ৮। বাঁকইল, ৯। কির্ত্তলী মহিষাবই, ১০। হিরাডাঙ্গা, ১১। বলদাহার, ১২। কামারধা, ১৩। সাদেরডাঙ্গা, ১৪। ধাপগ্রাম, ১৫। দঃ লক্ষীপুর, ১৬। মুলুকডাঙ্গা, ১৭। ছাওড়, ১৮। সোলাডাঙ্গা, ১৯। দানিপুকুর, ২০। নোনাহার, ২১। বেজড়া, ২২। খাড়িপাহাড়, ২৩। জফেরপুর, ২৪। বিপ্রভাগ, ২৫। মুশিদপুর, ২৬। চককির্ত্তলী, ২৭। খাতিরপুর, ২৮। বন্ধুপাড়া, ২৯। জন্টিজাল, ৩০। কুশারপাড়া, ৩১।আম্বাটুলি,৩২। শেখপাড়াও ৩৩।স্থলসিংড়া।

ড) ইউনিয়ন পরিষদ জনবল-

          ১) নির্বাচিত পরিষদ সদস্য- ১৩জন

          ২) ইউনিয়ন পরিষদ সচিব- ০১জন

          ৩) ইউনিয়ন গ্রাম পুলিশ- ১০জন (১ জন দফাদার)

 ৪) মালী - ১জন

 

১। প্রাথমিক বিদ্যালয় - ১৬টি

২। মাধ্যমিক বিদ্যালয় - ৪টি

৩। নিম্ন মাধ্যমিক - ১টি

৪। মাদ্রাসা- ১০টি

৫। মসজিদ - ২৯টি

৬। মন্দির - ৩টি

৭। গীর্জা - ৩টি

৮। ঈদগাহ -

৯। কবরস্থান -

১০। শ্মশান -

১১। রেজিস্ট্রেশনভুক্ত ক্লাব - ২টি

১২। কমিউনিটি ক্লিনিক - ১টি

১৩। খোয়াড় - ১০টি